বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
হাসান কাঁঠালবাড়ী ঘাট এলাকার বাস চালকের সহযোগী হিসেবে কাজ করতেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে ওই ঘাটে হাসানের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআরএস