বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র্যাব-১২ এর লেফটেন্যান্ট এম মিজানুল হক ইমরান। নুরুজ্জামান উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) রাতে প্রতাপ বাজারের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেসময় ৪০১ পিস ইয়াবাসহ ওই ওয়ার্কশপের মালিক নুরুজ্জামানকে আটক করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআরএস