ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
উল্লাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ৪০১ পিস ইয়াবাসহ নুরুজ্জামান সরকার ওরফে জামাল সরকার (৩৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর লেফটেন্যান্ট এম মিজানুল হক ইমরান। নুরুজ্জামান উপজেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) রাতে প্রতাপ বাজারের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালানো হয়। সেসময় ৪০১ পিস ইয়াবাসহ ওই ওয়ার্কশপের মালিক নুরুজ্জামানকে আটক করা হয়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।