বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচির আয়োজন করে শ্রীপুর ইউনিয়ন নদী ভাঙন রক্ষা কমিটি।
এসময় কমিটির আহ্বায়ক মো. লোকমান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব আল আমিন, সদস্য তানভীর আহম্মেদ, রাসেল হোসেন, নাজমুল, নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুল ইসলাস পলাশ প্রমুখ।
বক্তারা বলেন, শ্রীপুর ইউনিয়টি তিনদিক থেকে নদী বেস্টিত। তেতুলিয়া নদীর তীরে অবস্থিত এ ইউনিয়নে ২০ হাজার মানুষের বসবাস। এ ইউনিয়নের মানুষদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে হয়। নদী ভাঙনে এরই মধ্যে প্রায় ৫শ ঘড়বাড়ি, শ্রীপুর বাজার, ইউনিয়ন ভূমি অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, দু’টি প্রাথমিক বিদ্যালয়, একটি মহিলা মাদ্রাসা, একটি কওমি মাদ্রাসা, একটি দাখিল মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ হাজার হাজার হেক্টর কৃষি জমিসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
নদী ভাঙনের ফলে ৩ হাজার মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন-যাবন করছেন বলেও জানান বক্তারা। নদী ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দেন তারা।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএস/ওএইচ/