বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, বুধবার (১৬ অক্টোবর) রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এম এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাগরিক মঞ্জুর আলম।
পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পামি কমান্ডার পর্যায়ে বিলোনিয়া আইসিপি পতাকা বৈঠকের মাধ্যমে অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচডি/ওএইচ/