বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১২টা থেকে শহরতলির মালিবাগ এলাকায় চালকদের এ পরীক্ষা করা হয়। এসময় তুলারাপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
তুলারামপুর হাইওয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বাংলানিউজকে বলেন, বিভিন্ন অভিযোগে কয়েকটি যানবাহনের নামে ১০টি মামলা করা হয়েছে। এসময় একটি পিকআপ ভ্যান আটক করা হয়। তবে এখন পর্যন্ত কোনো চালকের শরীরে মাদকের কোনো আলামত পাওয়া যায়নি। এ অভিযান চলমান থাকবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এনটি