ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ভারতীয় জেলেদের ইলিশ শিকার: বিজিবি-বিএসএফ গুলিবিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
পদ্মায় ভারতীয় জেলেদের ইলিশ শিকার: বিজিবি-বিএসএফ গুলিবিনিময় নিহত বিএসএফ সদস্য বিজয় ভান সিং/

রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে ইলিশ শিকারের সময় বিজিবির হাতে আটক এক ভারতীয় জেলেকে বিএসএফ সদস্যরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

​ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দাবি, গুলিবিনিময়ের ঘটনায় তাদের এক সদস্য নিহত এবং আরেক সদস্য আহত হয়েছেন। তবে বিজিবির পক্ষ থেকে এখনো বিএসএফ-এর দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাজশাহীর চারঘাট সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, রাত ৮টার পর দু’পক্ষের মধ্যে পতাকাবৈঠক হওয়ার কথা রয়েছে।    

স্থানীয় সূত্র জানায়, সীমান্ত পেরিয়ে পদ্মানদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিলেন তিন ভারতীয় জেলে। বিজিবি সদস্যরা এদের মধ্যে একজনকে আটক করেন। বাকি দু’জন পালিয়ে যান। পরে, বিএসএফ সদস্যরা এসে আটক জেলেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদসংস্থা এনডিটিভি ও বিবিসি বাংলা জানায়, গুলিবিনিময়ের ঘটনায় বিএসএফের এক কনস্টেবল নিহত ও আরেক সদস্য আহত হয়েছেন।

অপর ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, নিহত বিএসএফ জ্ওয়ানের নাম বিজয় ভান সিং।  তিনি উত্তর প্রদেশের ফিরোজাবাদ জেলার চামারোলি গ্রামের বাসিন্দা। আহত জওয়ানের নাম রাজবীর সিং। তিনি এখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকায় জনসাধারণের  চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সীমান্তের দু’পাশেই থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯আপডেট ২০০৫ ঘণ্টা
এসএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।