বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান। এর আগে দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- হিরণ মিয়া (৩৯), শামীম (৩৬), মঈন উদ্দিন (২৮) ও আবুল বাশার (৪২)। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৩৮ হাজার ৪৯০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড ও বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় চলাচলরত পণ্যবোঝাই ট্রাক, যাত্রাবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি দিয়ে জোর করে গাড়িপ্রতি ১০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে চাঁদাবাজির টাকাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
আরবি/