বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সবুজ রংপুর জেলার গঙ্গাচর থানার মোবাসিয়া গ্রামের রফিকুলের ছেলে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন ধরে সবুজ রসুলপুরে অবস্থিত টিনের মসজিদে সে কাজ করছিলেন। বিকেলে ওই মসজিদের তৃতীয় তলায় বাইরের অংশের প্লাস্টারের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে তার পা জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন তলা থেকে নিচে পড়ে গিয়ে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এনটি