বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের পাঁচুড়িয়া মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার মিজানুর রহমানকে ৬ মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু জানান, স্থানীয় কয়েকজন চিকিৎসকের ডা. মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিলো তিনি একজন ভুয়া ডাক্তার। তিনি ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণা ও ভুল চিকিৎসা দেন। তার ভুল চিকিৎসার কারণে অনেক রোগীকে ঢাকা, খুলনা গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে তিনি বৃহস্পতিবার সকালে প্রথমে শহরের কলেজ রোডের স্টার ক্লিনিকে রোগী সেজে ওই ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দেন। কিন্তু ওই ক্লিনিক থেকে জানানো হয়, মিজান ডাক্তার শহরের পাঁচুড়িয়া এলাকার মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। তখন তিনি রোগী সেজে ওই ক্লিনিকে গিয়ে ডাক্তার মিজানুর রহমান দেখান। এর এক পর্যায়ে তিনি তার পরিচয় দিয়ে তার বিরুদ্ধে স্থানীয় চিকিৎসকদের অভিযোগ তুলে ধরেন। পরে গোপালগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ডা. এহসানুল কবীর সেখানে আসেন। তারপর মিজানুর রহমান ডাক্তারি পাসের সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই করে প্রমাণিত হয় তিনি একজন ভুয়া ডাক্তার। পরে তাকে সাজা ও কারাদণ্ড দিয়ে জেলা কারগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এসএইচ