বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সাভারের পৌর এলাকার দক্ষিণ দড়িয়ারপুর মহল্লার একটি ভাড়া বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বাদশা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকার ঘোশার গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শিশুটির বাবা একজন মাছ বিক্রেতা এবং মা পোশাক কারখানায় কাজ করে। সকালে বাবা-মা শিশুটিকে ঘরে একা রেখে কর্মস্থলে চলে যায়। পরে শিশুটির বাবা দুপুরে খাওয়ার জন্য ঘরে এসে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিকেলে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মা ময়না বেগমকে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
আরএ