বৃহস্পতিবার ( ১৭ অক্টোবর) এ খবর নিহতদের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী বেলাল হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর হাজারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মাহাদীর গো মসজিদ সংলগ্ন এলাকার বেচু দরবেশের ছেলে ও নিহত আব্দুল কুদ্দুস একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুসা মিয়া পন্ডিতের বাড়ির নুরুল হকের ছেলে।
নিহতদের পরিবারের লোকজন জানায়, বাংলাদেশ সময় বুধবার দিনগত রাতে নিজস্ব মোটরসাইকেলে করে কর্মক্ষেত্র যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এএটি