আটক বিদ্যুৎ ঘোষ রনি। ইনসাটে বিস্ফোরকদ্রব্য।
ঢাকা: রাজধানীর চকবাজার এলাকায় দুই লাখ পিস আতশবাজি ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্যসহ বিদ্যুৎ ঘোষ রনি (৩৫) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) র্যাব-৩ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ অক্টোবর) রাত আটটার দিকে র্যাব-৩ এর একটি দল অভিযান চালায়।
অভিযানে চকবাজারের মৌলভীবাজার এলাকার মেসার্স বাবুল স্টোর, দোকান নং-৩, আফতাব প্লাজা থেকে দুই লাখ পিস আতশবাজি এবং বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য সামগ্রীসহ একজনকে আটক করা হয়। বিদ্যুৎ ঘোষ রনি দীর্ঘদিন ধরে বিস্ফোরকদ্রব্য সামগ্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
এমএমআই/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।