এ ঘটনায় মোটরসাইকেলটির চালক হিরণ মিয়া ওরফে হৃদয় (২০) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি-কুলিয়ারচর সড়কের বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কুলিয়ারচর বাজার থেকে মোটরসাইকেল করে দাড়িয়াকান্দির দিকে যাচ্ছিলেন শরীফ ও হৃদয়। পথে বেইলি ব্রিজের পশ্চিম পার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৪৪৩৫) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শরীফের মৃত্যু হয়। অপর আহত হিরণকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বাংলানিউজকে বলেন, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ট্রাকের সঙ্গে থাকা খুর্শিদ মিয়া (৫৫) ও সজিব মিয়া (২৪) নামে দু’জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি