বৃহস্পতিবার (১৭ অক্টোবর) র্যাব-১০ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটে র্যাব-১০ এর একটি দল বিশেষ অভিযান চালায় রাজধানীর পল্লবীর মিরপুর-১২ এলাকায়।
আটক আটজন হলেন- আবু তালেব (৩৯), ইয়াছিন আলী (৪৬), আবু বাক্কার (৩৫), মোকলেছুর রহমান (৩৮), আব্দুর রাজ্জাক (৩৯), ছারোয়ার আলম (৩৩), হামিদুল ইসলাম (৩৬) ও মোরশেদুল ইসলাম (৩৪)।
আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি একনলা বন্দুক লাইসেন্সবিহীন অবৈধ অস্ত্র। যে, বাকি আগ্নেয়াস্ত্রগুলো নওগাঁ জেলা থেকে লাইসেন্স করা হলেও আটক ব্যক্তিরা ঢাকার একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার কাজে আগ্নেয়াস্ত্রগুলো অবৈধভাবে ব্যবহার করে আসছিল। এছাড়াও একটি শটগান একজনের নামে লাইসেন্স করা হলেও অন্য ব্যক্তি ব্যবহার করে আসছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এমএমআই/এএটি