বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওই কলেজের মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হলের ১০ ছাত্র অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ হল সুপার প্রভাষক রফিকুল ইসলাম খোকন জানান, প্রতিদিনের মতো সন্ধ্যায় হলে গিয়ে ছাত্রদের খোঁজখবর নিয়ে জানতে পারি ৮ জন ছাত্রের জ্বর, মাথা ব্যাথা ও বমি শুরু হয়েছে। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ অবস্থায় আরও দু’শিক্ষার্থী একইভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে ১০ ছাত্রকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ জানান, ১০ ছাত্র ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে, তাদের নিয়ে আশঙ্কার কিছু নেই।
বাংলাদেশ সময়: ০৭১৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এএটি