ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
শ্রীমঙ্গলে ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার পুলিশ হেফাজতে গ্রেফতার পুলক। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলক কান্তি বৈদ্যকে (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ওই কলেজছাত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলক শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তসুর গ্রামে মৃত অখিল চন্দ্র বৈদ্যর ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, ওই কলেজছাত্রী শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে অনার্স পাস করেছেন। পুলকের সঙ্গে তার দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। গত ৩ অক্টোবর বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডের একটি আবাসিক হোটেল নিয়ে পুলক একাধিকবার ধর্ষণ করেন। পরে কলেজছাত্রী বিয়ে করার জন্য পুলককে চাপ দিলে  তা প্রত্যাখ্যান করেন। পুলক শ্রীমঙ্গল উপজেলার একটি সেলুনের কর্মচারী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বাংলানিউজকে বলেন, কলেজছাত্রীর অভিযোগ পাওয়ার পরপরই বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় পুলককে গ্রেফতার করা হয়েছে।  

ওই কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ছালেক।
 
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
বিবিবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।