ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

৩০ অক্টোবরের মধ্যে এমপিওভুক্তি করার আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
৩০ অক্টোবরের মধ্যে এমপিওভুক্তি করার আল্টিমেটাম

ঢাকা: আগামী ৩০ অক্টোবরের মধ্যে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করার আল্টিমেটাম দিয়েছেন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। 

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করার সময় এ আল্টিমেটাম দেন সংগঠনটির সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার।

তিনি বলেন, আগামী ৩০ অক্টোবরের পর নন এমপিও প্রতিষ্ঠান বলে যেন কিছু না থাকে, এজন্য প্রধানমন্ত্রীর হস্তেক্ষেপ কামনা করছি।

নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষামন্ত্রী এ ঘোষণা না দিলে ১ নভেম্বর সব শিক্ষক রাজপথে নামতে বাধ্য হবে।  

সংশ্লিষ্টরা জানান, এমপিও নীতিমালা-২০১৮ বাতিল ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে গত ১৫ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন নামে এ সংগঠনের ডাকে নন এমপিও স্কুল, কলেজ, কারিগরি কলেজ এবং মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা ৪র্থ দিনের মতো অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. বিনয় ভূষণ রায়, কেন্দ্রীয় নেতা শফিউল্লাহ, হাফিজ আহমেদ, আবেদ রাজা প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।