শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বাহরানে সুলতান বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক নেতা মো. মোস্তফা, মো. শামীম, জরিনা খাতুনসহ আরও অনেকে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বহু ধর্না দিয়েও তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়া যায়নি। এছাড়া ১১৩ শ্রমিক হত্যাকারী মালিককেও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি।
তাই অবিলম্বে ক্ষতিপূরণ, পুনর্বাসন ও হত্যাকারীদের বিচার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।
২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১৩ শ্রমিকের মৃত্যু ও তিন শতাধিক আহত হয়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
টিএম/এফএম/এসএইচ