ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘ষড়যন্ত্রকারীদের নাম উন্মোচনে শিগগিরই কমিশন হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
‘ষড়যন্ত্রকারীদের নাম উন্মোচনে শিগগিরই কমিশন হবে’ আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ষড়যন্ত্রকারীদের নাম উন্মোচনে শিগগিরই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করা হবে যেন, তরুণ প্রজন্ম যুগ যুগ ধরে ইতিহাসে ষড়যন্ত্রকারীদের চিনতে পারে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ধমনীর রক্ত যেখানে বইছে, সেখানেই নেতৃত্ব দিচ্ছে।

সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকী আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।  

সভার আয়োজক সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, শহীদকন্যা ডা. নুজহাত চৌধুরী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।