শনিবার (১৯ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কালিবাড়ী বড় ব্রিজের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
নিহত যুবকের গায়ে ফুলহাতা শার্ট, পরনে জিন্সের প্যান্ট রয়েছে। এছাড়া পাশে একটি গামছা পাওয়া গেছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহটি ময়না-তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
আরএ