শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের বালাটারি জোড়াব্রিজ সংলগ্ন ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে সড়কের পাশে ধানক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো যানবাহনের ধাক্কায় মাথায় আঘাত পেয়ে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
তিনি আরও জানান, ওই যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণের চিহ্নও পাওয়া গেছে। তবে এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এফইএস/আরবি/