ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৪ মণ ইলিশ জব্দ, ৫১ জেলের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
রাজবাড়ীতে ৪ মণ ইলিশ জব্দ, ৫১ জেলের কারাদণ্ড  আটক জেলেরা। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও দৌলতদিয়ায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ৪ মণ ইলিশ ও ২ লাখ মিটার জাল জব্দ করা হয়।

শুক্রবার গভীর রাত থেকে শনিবার (১৯ অক্টোবর) ভোর পর্যন্ত তাদের আটক করা হয়।

পরে সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ৫১ জেলেকে আটক করা হয়েছে। পরে দণ্ডবিধির ১৮৭ ধারা মতে প্রত্যেককে ১২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরণ এবং জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।