ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তলসহ আটক ৩

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

শনিবার (১৯ অক্টোবর) সকালে র‌্যাব-১০ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক তিনজন হলেন- সাগর হাওলাদার (৩২), রায়হান ইসলাম (২১) ও জিন্নাত খান (২২)।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল। এসময় দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব জানায়, তারা অবৈধভাবে অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চার করে আসছিল। এর মাধ্যমে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি-মাদক ব্যবসাও পরিচালনা করে আসছিল।

আটক তিনজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।