ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
সিলেটে দুই সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত ২ দুঘর্টনা কবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় দুই অটোরিকশার চালকসহ নয়জন আহত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার চারখাইয়ের জিরোপয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ইন্নি (১২) ও তাহমিনী (১৫)।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বাংলানিউজকে বলেন, একটি সিএনজিচালিত অটোরিকশার এক্সল ভেঙে রাস্তার ওপর ঘুরে গিয়ে বিপরীতমুখী অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশার চালক ও যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুই শিশু মারা যায়। নিহত দুই শিশুর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।  

আহতদের মধ্যে এক শিশুসহ পাঁচজনের অবস্থা গুরুতর বলেও জানান ওসি অবনী।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৯
এনইউ/আরআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।