গত ৯ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১৮২টি অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, মৎস্য বিভাগের তত্ত্বাবধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে গত ১০ দিনে মেঘনা ও তেতুলিয়া নদীতে ১৮২ অভিযান পরিচালিত হয়েছে।
তিনি জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৭৯ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ১৯ জন, তজুমদ্দিনে ১০ জন, লালমোহন উপজেলায় ৫ জন, চরফ্যাশনে ৫২ জন ও মনপুরার ১২ জন। জেলায় মোট নিবন্ধিত জেলে রয়েছে এক লাখ ৩২ হাজার। তবে বেসরকারি হিসেবে এর সংখ্য দুই লাখ।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের তত্ত্বাবধানে প্রতিদিন মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান চলছে। যারা আইন অমান্য করছে ইলিশ শিকার করে তাদের জেল-জরিমানা করা হচ্ছে।
গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরআইএস