রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরতোরাব আলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে চরতোরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পায় স্থানীয় লোকজন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরবি/