ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
সুবর্ণচরে ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চরতোরাব আলী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, সকালে চরতোরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পচা দুর্গন্ধ পায় স্থানীয় লোকজন।

এসময় তারা ডোবার কাছে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, মরদেহ পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।