ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
খুলনায় শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্ত আমিনুল খাঁ পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় শ্যালক কালু খাঁ হত্যা মামলায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এনামুল হক।

মামলা সূত্রে জানা যায়, নিহত কালু খাঁর বোনের সঙ্গে তার স্বামী আমিনুলের মনোমালিন্যের জেরে ভাইয়ের বাড়ি উপজেলার কুশলা (চরপাড়া) এলাকায় চলে আসেন। পরে স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে তুমুল ঝগড়া করে আমিনুল। এক পর্যায়ে আমিনুল ২০১৭ সালের ৯ আগস্ট রাত ১১টা ৫৫ মিনিটে বারান্দায় শুয়ে থাকা তার শ্যালক কালুকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। নিহত কালুর স্ত্রী ঠেকাতে এলে তাকে কুপিয়ে মারাত্মক জখম করেন আমিনুল। এ ঘটনায় ১০ আগস্ট নিহতের বড় ছেলে মো. আশানুর খাঁ বাদী হয়ে লুৎফার খার ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।