শনিবার (১৯ অক্টোবর) দিনগত রাতে দেশটির জোহানসবার্গ শহরে এ ঘটনা ঘটে। সুমন ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের হাজী জাবেদ আলী বাড়ীর আবুল কাশেমের ছেলে।
নিহত সুমনের ভাই নুরন্নবী বাংলানিউজকে জানান, গত ১২ বছর ধরে সুমন আফ্রিকায় ব্যবসা করছিলেন। সেখানে তার পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। সম্প্রতি প্রবাসী সুমনের দু'টি দোকানে ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ডাকাতদের বিরুদ্ধে ওই দেশের থানায় মামলা করলে দু'জন ডাকাতকে গ্রেফতার করে আফ্রিকান পুলিশ। একপর্যায়ে ডাকাতদের বাকি সহযোগীরা ক্ষিপ্ত হয়ে শনিবার দিনগত রাত বাংলাদেশ সময় সোয়া ১টার দিকে সুমনের দোকানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যান। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সুমনের দুই বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের মাতম চলছে। সুমনের মরদেহ দ্রুত দেশে আনতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা চেয়েছে সুমনের পরিবার।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসএইচডি/আরআইএস/