ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
বগুড়ায় সেপটিক ট্যাংকের গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু সেপটিক ট্যাংকির ছবি

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত দুই নির্মাণ শ্রমিক হলেন- বগুড়া গাবতলী উপজেলার তল্লাতলা গ্রামের সৈয়দ আলীর ছেলে মহিদুল ইসলাম (৩৫) ও একই গ্রামের তাজেম মণ্ডলের ছেলে মিনহাজুল (২৭)।

পুলিশ জানান, কাহালু উপজেলার নাংলু গ্রামের বেলাল হোসেন আকন্দের বাড়িতে টয়লেটের সেপটিক ট্যাংকের নির্মাণ কাজ চলছিল। কয়েকদিন আগে ওই সেপটিক ট্যাংকের ছাদ ঢালাই দেওয়া হয়। রোববার সকালে নির্মাণ শ্রমিক মহিদুল ও মিনহাজুল ওই ট্যাংকের  ঢালাই কাজে ব্যবহৃত সাটারিং কাঠ খোলার জন্য ট্যাংকের ভেতরে প্রবেশ করলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে বলেন, ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নাংলু গ্রামে ঘটনাটি ঘটে। এতে নিহত দুই নির্মাণ শ্রমিকের মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
কেইউএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।