রোববার (২০ অক্টোবর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর এলাকার হোসেপুর মহল্লার মৃত উবার শেখের ছেলে আনোয়ার শেখ (৪২), একই মহল্লার মৃত বাহাদুর শেখের ছেলে মামুন শেখ (৩৬), বিষা শেখের ছেলে লাভলু ওরফে লাবু (৪৭) এবং মালশাপাড়া মহল্লার হাসিনুর শেখের ছেলে শহীদুল শেখ (৪২)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান রকি বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র হাসপাতালে আসা রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক মো. আনিসুর রহমান প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএ