আটকরা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার হাতেমপুর গ্রামের আব্দুর রব (৪০) এবং চট্টগ্রামের বোয়ালখালী এলাকার ইদ্রিস (৪৫)। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল কবীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বরগুনা শহরের হোটেল গোল্ডেনে অভিযান চালানো হয়। সেসময় হোটেলটির একটি কক্ষে তল্লাশি করে এক হাজার পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়।
বরগুনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এমআরএ/এসআরএস