জানা যায়, জন্মের সময় তন্ময়ের মাথা মোটা থাকলেও শারীরিকভাবে ছিল শুকনা। এরপর থেকে ওষুধপত্র খেয়ে স্বাভাবিক হয়ে উঠছিল সে।
গরিব পরিবারের ছেলে তন্ময়ের বাড়ি সাতক্ষীরা পৌরসভার সুদুরডাঙ্গি গ্রামে। দিনমজুর বাবা রামপ্রসাদ দাস ও মা কৃষ্ণা দাসের ছেলে তন্ময় সাতক্ষীরার একটি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে লেখাপড়া করে। তার দেহে হরমোনের সমস্যা রয়েছে। শরীরের নিম্নাঙ্গেও রয়েছে নানা সমস্যা। তাছাড়া ক্রমশ বড় হয়ে যাচ্ছে পাকস্থলী।
দেশে অনেক ডাক্তার দেখিয়েও লাভ হয়নি। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হলেও টাকার অভাবে চিকিৎসা না করিয়েই ফেরত আনতে হয়েছে।
তার মা কৃষ্ণা দাস বলেন, ডাক্তার বলেছে তার পাকস্থলী বড় হয়ে যাচ্ছে। এছাড়া রয়েছে হরমোনের সমস্যা। তন্ময়কে সারিয়ে তুলতে আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এতো টাকা যোগাড় করার সাধ্য নেই আমাদের।
তাই তিনি সন্তানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চেয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
আরএ