মাগুরা: মাগুরা শহরের কাঁচাবাজার এলাকায় নসিমনের ধাক্কায় অমরেন্দ্রনাথ বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে শহরের কাঁচাবাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি নসিমন অমরেন্দ্রনাথ বিশ্বাসকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।