রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় আনন্দনগর-সুয়াপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রবিউল আনন্দনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ জানায়, সন্ধ্যায় আঞ্চলিক সড়ক পার হচ্ছিল রবিউল। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরেদহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিসহ চালক ও তার সহযোগী রিয়াজুলকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসআরএস