ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ধামরাইয়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের সুয়াপুর এলাকায় ট্রাকচাপায় রবিউল (৮) নামে স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় আনন্দনগর-সুয়াপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রবিউল আনন্দনগর এলাকার শরিফুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পুলিশ জানায়, সন্ধ্যায় আঞ্চলিক সড়ক পার হচ্ছিল রবিউল। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।  

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হক বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিহতের মরেদহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিসহ চালক ও তার সহযোগী রিয়াজুলকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।