রোববার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তর ঢাকা জেলা সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।
বাংলানিউজকে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে ওই গ্রামের ঝিন্টু বেপারীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঝিন্টুর বসতঘর থেকে দু’টি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি হ্যান্ডকাপ জব্দ করা হয়। তবে ঝিন্টুকে পাওয়া না গেলেও সেসময় তার স্ত্রী তাহমিনাকে আটক করা হয়। এ ঘটনায় ঝিন্টু ও তার স্ত্রী তাহমিনার নামে দোহার থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এসআরএস