ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ডাকাতি মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ডাকাতি মামলায় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবুকে ডাকাতি মামলাসহ তিন মামলায় পরোয়ানা দেখিয়ে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।  

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের ওয়াদুদ ব্যাপারীর ছেলে ও ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

কিছুদিন আগে চিকিৎসার কারণে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক ভারতে যাওয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পালন করে আসছেন।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, গ্রেফতার হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৯
এবি/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।