গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় কেয়া স্পিনিং কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৮টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া খান জানান, সকালে জরুন এলাকায় কেয়া স্পিনিং কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে প্রথমে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।
ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কিছুক্ষণ পর আবার আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএস/আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।