সোমবার (২১ অক্টোবর) সকালে পশ্চিমকল্যাণ গ্রামের বাসিন্দা মোস্তাফিজার রহমানের বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত পা’টি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে প্রাতঃভ্রমণের বের হওয়া পথচারীরা পুকুরপাড়ে পলিথিনে বাঁধা একটি খণ্ডিত পা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, পশ্চিমকল্যাণ গ্রামের একটি পুকুরপাড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় কোমরের নিচ থেকে খণ্ডিত একটি পা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তে কাজ শুরু করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এফইএস/ওএইচ/