সোমবার (২১ অক্টোবর) সকালে এসব মাছ জব্দ করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বরুণ কুমার মণ্ডল বাংলানিউজকে জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণির অসাধু জেলে পদ্মায় ইলিশ শিকার করছে। এমন গোপন সংবাদে শিবগঞ্জের পদ্মা নদীর বিভিন্ন ঘাটে অভিযান চালানো হয়। অভিযানে তল্লাশি শেষে ফেরার পথে কালপুর দুর্লভপুর ও আটরশিয়া এলাকা থেকে ফেরি করে বিক্রি করার সময় চার বিক্রেতার কাছ থেকে ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। তবে এ ঘটনায় ফেরিওয়ালাদের আটক করার আগেই তারা মাছ ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে জব্দ করা ইলিশগুলো উপজেলার ছত্রাজিতপুর, শিবগঞ্জ এতিমখানা ও দেবীনগর হাফিজিয়া মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসআরএস