সোমবার (২১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে’ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান টুকু বলেন, ‘মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর পানি দিয়েছেন, ভালো কথা।
‘আমরা যদি এই কথা বলি তাহলে খবরের কাগজে লিখবে বিএনপি আবারও ভারতবিরোধী স্টেটমেন্ট নিয়ে নেমেছে। বিএনপি কখনও ভারতবিরোধী ছিল না। বিএনপি ভারতবিরোধী কথা বলে না। বিএনপি জাতীয় স্বার্থের পক্ষে কথা বলে। ’
তিনি বলেন, আজকের সরকার এমন একটি সরকারে রূপান্তিত হয়েছে, যাদের সঙ্গে জনসমর্থন নেই। যে সরকারের সঙ্গে কেউ নেই। এটি একটি এতিম সরকার। এই সরকারের হাতে আছে কিছু আমলা, বিভিন্ন বাহিনীর কিছু লোকজন, যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, খালেদা জিয়া বিদেশে যাওয়ার মানুষ না। উনাকে বিদেশে যেতে হবে না। তিনি (খালেদা জিয়া) বলেছেন-‘বিদেশে আমার কোনো ঠিকানা নেই। আমার ঠিকানা বাংলাদেশ’।
ড্যাবের সভাপতি প্রফেসর ডা. হারুনুর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস-চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ড্যাবের মহাসচিব প্রফেসর ডা. আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএইচ/এমএ