২২-২৩ অক্টোবর গৌহাটিতে ইন্দো-বাংলাদেশ স্টেকহোল্ডার সম্মেলন ও ২৪-২৫ অক্টোবর মেঘালয় রাজ্যে শিলং সংলাপ-২০১৯ অনুষ্ঠিত হবে।
সোমবার (২১ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়ান কনফ্লুয়েন্স ও ইন্ডিয়া ইস্ট এশিয়া সেন্টারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এতে যোগ দিচ্ছেন।
এতে বলা হয়, শিলং সংলাপের মূল প্রতিপাদ্য হচ্ছে উত্তর-পূর্ব ভারত ও পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে পর্যটন এবং কৃষি/উদ্যানতত্ত্ব খাতে মূল্য সংযোজন প্রক্রিয়ার উন্নয়ন। এ সংলাপে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশেষত, উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে এবং দু’দেশের মানুষের মধ্যেও যোগাযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে আগামী ২৫ অক্টোবর বাণিজ্যমন্ত্রী দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
জিসিজি/এবি/এএ