ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উপ-পরিচালক থেকে পরিচালক হলেন ৩ কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
উপ-পরিচালক থেকে পরিচালক হলেন ৩ কর্মকর্তা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

ঢাকা: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ‘পরিচালক’র শূন্যপদে তিন উপ-পরিচালককে পদোন্নতি দিয়েছে সরকার।
 
 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থার তিন উপ-পরিচালককে পদোন্নতি দিয়ে সোমবার (২১ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
 
কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আজমল হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক তাহমিনা মাহমুদ এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার যাইদ পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।


 
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ২০১৩ অনুযায়ী তাদেরকে ‘পরিচালক’ পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড, টা: ৪৩০০০-৬৯৮৫০) পদোন্নতি প্রদান করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।