জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থার তিন উপ-পরিচালককে পদোন্নতি দিয়ে সোমবার (২১ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কর্মচারী কল্যাণ বোর্ড প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আজমল হোসেন, ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক তাহমিনা মাহমুদ এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার যাইদ পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।
আদেশে বলা হয়েছে, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ২০১৩ অনুযায়ী তাদেরকে ‘পরিচালক’ পদে (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর ৫ম গ্রেড, টা: ৪৩০০০-৬৯৮৫০) পদোন্নতি প্রদান করা হলো।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
এমআইএইচ/জেডএস ।