সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গুথুমায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এক স্কুলছাত্রীকে অপহরণ করতে যাওয়ার সময় দুই যুবককে স্থানীয়রা আটক করেন।
আটক বাবলু (২৩) ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মাজগ্রামের মফিজুর রহমানের ছেলে ও সাগর (২১) আব্দুল হকের ছেলে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, আটক দুই বখাটের অভিভাবককে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এসএইচডি/এবি/এমএ