ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন ৮ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন ৮ জানুয়ারি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তন আগামী বছরের ৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান। তিনি জানান, সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ সভাপতিত্ব করার সম্মতি দিয়েছেন।

 

ক্যাম্পাস সূত্র জানায়, সমাবর্তনে স্নাতক/সমমান ও বিএসসি নার্সিং-এ পাস করা গ্র্যাজুয়েটদের রেজিস্ট্রেশনের জন্য ৪ হাজার টাকা, স্নাতকোত্তরদের জন্য ৪ হাজার ৫০০ টাকা, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৬ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে সমাবর্তনের রেজিস্ট্রেশন।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯ 
কেএসডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।