ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
ফেনীতে দুই হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ী আটক

ফেনী: ফেনীর লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) 

সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই দুজনকে আটক করে র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের কোতোয়ালী থানার মো. শিমুল (৩৫) ও খাগড়াছড়ির কয়লা বাজার এলাকার মো. আলাউদ্দিন (৩৫)।

র‍্যাব জানায়, সোমবার বিকেলের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপুরে প্রথমে সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি করে এক হাজার ৯২০ পিস ইয়াবা পাওয়া যায়। এগুলো তারা চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

র‍্যাব -৭ ফেনীর কোম্পানি কমান্ডার, সহকারী পুলিশ সুপার  মো. নুরুজ্জামান বাংলানিউজকে জানান, বিস্তারিত তথ্যের জন্য আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯ 
এসএইচডি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।