স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় রব্বানিয়া মাদ্রাসার সামনে রাস্তা পার হচ্ছিলেন পথচারী আবু তাহের। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ