ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আলেহা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার প্রতাবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আলেহা উপজেলার হাপানিয়া গ্রামের হক মিয়ার স্ত্রী। পরিবারের দেওয়া তথ্যমতে আলেহা কিছুদিন থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রেললাইন পার হতে গিয়ে তিনি কাটা পড়েন। পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।