এ ঘটনায় শিশুটির বাবা জীবন চন্দ্র শীল নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
এর আগে সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ খেয়াঘাট সংলগ্ন তুলাতলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সুমন জানান, সন্ধ্যার পর যাত্রী নিয়ে খেয়ার একটি ট্রলার নদী পার হচ্ছিলো। অন্ধকারের মধ্যে অপর একটি ইটবোঝাই ট্রলার খেয়ার ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে খেয়ার ট্রলারের যাত্রী বাবা ও ছেলে নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
এমএস/জেডএস