সোমবার (২১ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বিশমাইল এলাকার একটি লিচু গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) তসলিম উদ্দিন জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ