সোমবার (২১ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আনিসুর রহমানের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বেলাল (৫২), ফুলচান (৫০), ইলিয়াস (৪৫), মনিরুল (২২), আলামিন (২৫), সাইফুল (৪০) ও রবি আলম (২৫), বেলকুচি উপজেলার হানিফ (৩৭), শাহাদাত (৩১), আবুল কালাম (৩৫), মজনু (৫০), শাহ আলম (৩৬), সোনা মিয়া (২৪), আশরাফ (৫৫), সুরুজ্জামান (৩৫), ফটিক (৩২) ও শাহালম (৪২), টাঙ্গাইল সদর উপজেলার হাছেন আলী (২২), হোসেন (৩৩) ও শাহ আলম (৪০) এবং কালিহাতী উপজেলার খাদেম (৩৫)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান জানান, সোমবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার অপরাধে ২১ জেলেকে আটক করা হয়। অভিযান চলাকালে ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতে ২১ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস এবং মাছগুলো স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৯
আরএ